ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ শুক্রবার রাতে ১৪ দলের নেতারা ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করার পরপরই স্পিকার তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।
শিরীন শারমিন চৌধুরী ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ আরও অনেকে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করছেন। ওবায়দুল কাদের যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং রাজনৈতিক ও মন্ত্রণালয়ের কাজে যোগ দিতে পারেন সাক্ষাতপ্রার্থীরা সেই বিষয়টি কামনা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ২ মাস ১১ দিন চিকিৎসা শেষে বুধবার (১৫ মে) দেশে ফিরে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসকরা বর্তমানে তাকে বিশ্রামে থাকতে বলেছেন।