অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৩০

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

ধলাই ডেস্ক: সম্প্রতি ভারত সরকার আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম না থাকায় নির্যাতনের ভয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অনেকেই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন।

গত দুই সপ্তাহে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক হন ২১৪ জন। আজ শনিবার (২৩ নভেম্বর) ৩০ জনকে আটক করেছে বিজিবি। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো ২৪৪ জনে।

ঝিনাইদহ-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, এনআরসি, নানা নির্যাতন, রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন কারণে তারা ভারত থেকে বাংলাদেশে আসছে। আটকরা বিভিন্ন সময় ভারত গিয়েছিল। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।