আইপিএল বন্ধ করতে পিটিশন দায়ের

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
সংগৃহীত

খেলা ডেস্ক: সবকিছু ঠিক থাকলে এক মাস পর, সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হবে আইপিএলের তেরতম আসর। করোনাভাইরাসের কারণে ভারতের বদলে এবারের পুরো আসরটি হবে আরব আমিরাতে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আইনি ঝামেলায় পড়তে পারেন আইপিএল আয়োজকরা।

কেননা আরব আমিরাতে আইপিএল আয়োজন ঠেকানোর জন্য এরই মধ্যে পিটিশন দায়ের করেছেন অভিষেক লগু নামের এক আইনজীবী। মঙ্গলবার মুম্বাই হাইকোর্টে এ পিটিশন দায়ের করেছেন তিনি। যেকোনোভাবে ভারতেই আইপিএল আয়োজনের আবেদন করেছেন এ আইনজীবী।

দায়ের করা পিটিশনে লিখেছেন, ‘আইপিএল কোনো চ্যারিটি ইভেন্ট নয়। করোনা মহামারীর কারণে অনেক ব্যবসায় ধস নেমেছে। আইপিএলটা ভারতেই রাখলে এটি দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা পরিবর্তন আনতে পারবে। দেশের জন্যই আইপিএল অন্য কোথাও করা উচিৎ নয়।’

মঙ্গলবার ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি রেভাতি মোহিত এই পিটিশনের শুনানি করবেন।