ইলিশ খিচুড়ি

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

ধলাই ডেস্ক: আজ বৃষ্টি হয়েছে। এমন দিনে পাতে যদি থাকে ইলিশ খিচুড়ি তাহলে কিন্তু মন্দ হয় না। রইল রেসিপি।

উপকরণ : পোলাওর চাল- ৫০০ গ্রাম, মসুর ও মুগডাল- ৪০ গ্রাম, ইলিশ মাছ- চার পিস, পেঁয়াজ মিহি করে কাটা-আধা বাটি, রসুন বাটা- এক চা চামচ, কাঁচামরিচ দশটি, লবণ- স্বাদ অনুযায়ী, তেজপাতা-দুইটি, রসুন কুচি- এক টেবিল চামচ, আদা কুচি দুই টেবিল চামচ, পেঁয়াজ মোটা করে কাটা- এক বাটি, হলুদ গুঁড়া- এক টেবিল চামচ, মরিচ গুঁড়া-এক টেবিল চামচ, জিরা গুঁড়া-এক চা চামচ, সরিষার তেল, পানি পরিমাণমতো।

প্রণালি : চাল এবং ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাতিলে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিন। এরপর কাঁচামরিচ বাদে একে একে সব মশলা দিয়ে দিন। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। এরপর চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে তাতে পরিমাণমতো পানি এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। এবার একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে ইলিশ মাছের টুকরার সঙ্গে অন্যান্য সব বাটা ও গুঁড়া মসলা, কালিজিরা, কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখুন। তারপর রান্না করে ফেলুন। তারপর খিচুড়ি রান্না হয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে নিয়ে রান্না করা মাছ বিছিয়ে উপরের বাকি রান্না করা খিচুড়ি ভালো করে ছড়িয়ে দিন। এরপর ১০ মিনিট ঢেকে রাখুন। বৃষ্টিদিনে গরম গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি।