উখিয়ায় এক রোহিঙ্গার ছুরিকাঘাতে আরেক রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
প্রতিকী ছবি

ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে নুর মোহাম্মদ নামের অপর এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে। আটক নুর মোহাম্মদও একই ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বাজারের এক চায়ের দোকানে মোহাম্মদ আব্দুল্লাহ চা-পান করছিল। এ সময় তুচ্ছ একটি বিষয়ে দোকানটির কর্মচারী নুর মোহাম্মদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানের ভেতরে সবজি কাটতে ব্যস্ত থাকা নুর মোহাম্মদ হাতের ছুরি দিয়ে আব্দুল্লাহকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ক্যাম্পের বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত ক্যাম্প সংলগ্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।