কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

কমলগঞ্জ প্রতিনিধি: “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাহাড় রক্ষা ও পরিবেশ উন্নয়ন সোসাইটি কমলগঞ্জ শাখার আয়োজনে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মুখে পাহাড় রক্ষা ও পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হীডের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সহকারী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, প্রভাষিকা শাহরিয়ার জেবিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক আর কে সোমেন, ধলাই খেলাঘর এর সাধারণ সম্পাদক পদ্ম কুমার চন্দ, পাহাড় রক্ষা ও পরিবেশ উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ।