ডেস্ক রিপোর্ট: সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের বাঘাইর মাছ। সকালে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেললে সেই জালে উঠে আসে বিশাল এই মাছ। পরে জেলেরা মাছটিকে লেজে বেঁধে পানিতেই জিইয়ে রাখেন।
পরে বিকেলে মাছটি নগরের লালবাজারে বিক্রির জন্য নেয়া হয়। তবে এত বড় মাছ একসঙ্গে কেনার ক্রেতা না থাকায় তা কেটে বিক্রির জন্য মাইকিং করা হয়।
লালবাজারের ব্যবসায়ী মখলিছুর রহমান জানান, প্রায় চার মণ ওজনের মাছটি জেলেদের কাছ থেকে কিনে এনেছেন। তবে কত টাকা দিয়ে কিনেছেন তা অপ্রকাশিত রেখেছেন। মাছটি কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে, এজন্য মাইকিং করা হয়েছে।
মখলিছুর রহমান আরো বলেন, মাছ ব্যবসায়ীরা এরই মধ্যে মাছের অংশ নিতে ৫০ জনের বেশি নিজেদের মোবাইল নম্বর দিয়ে নাম তালিকাভুক্তি করে গেছেন।
লালবাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি, যা দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
সরেজমিন দেখা গেছে, নগরের বন্দরবাজারের লালবাজারে মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। অনেকেই মাছের ছবি তুলে নিচ্ছেন। কেউবা মাছের সঙ্গে তুলছেন সেলফি।
কয়েক মাস আগেও প্রায় চার মণ ওজনের আরেকটি বাঘাইড় লালবাজারে মাইকিং করে কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।