স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানে করোনা ভাইরাসের কারণে বাগানে সীমিত আকারে সপ্তাহে ৩ দিন কাজ হয়। শ্রমিকরা ও ৩ দিনের কাজের বিপরীতে ৩ দিনের মজুরী পাচ্ছেন। কোন কাজ না করেই ৬ দিনের মজুরীর দাবী না মানায় শ্রমিকের হামলায় টিলা ক্লার্ক ও চা শ্রমিক ২ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।
জানায়ায়, ১৬ মে শনিবার সন্ধ্যায় চা বাগানের টিলা ক্লার্ক আব্দুল মতিনের নিকট শ্রমিক নিমাই মাদ্রাজি কোন কাজ না করেই ৬ দিনের কাজের মজুরীর দাবী জানায়। এ নিয়ে চা বাগান কার্যালয়ে বাগানের টিল¬া ক্লার্ক আব্দুল মতিনের সাথে কথা কাটাকাটি হয় নিমাইয়ের । বিষয়টি জানাজানি হলে চা বাগান পঞ্চায়েত কমিটির লোকজন ও বাগানের অন্য স্টাফদের সমজোতায় শেষ হয়। পরে বাগান কার্যালয় থেকে নিমাই বাড়িতে চলে যায়। এদিকে অফিসের কাজ শেষ করে ইফতারের পূর্ব মুহুর্তে আব্দুল মতিন বাসায় ফেরার পথে রাস্তায় উৎপেতে থাকা নিমাই ও তার সহোদররা আতর্কিত হামলা চালায়। হামলায় আব্দুল মতিন গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে একই চা বাগানের চা লছমি পাশী নামের ১ চা শ্রমিক ও আহত হয়। পরে আব্দুল মতিনকে বাগান কর্তৃপক্ষ উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি কোমড়, পায়ে ও মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ নিমাই মাদ্রাজি, নিতাই মাদ্রাজি ও লছমন মাদ্রাজীকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাগান ব্যবস্থাপক জানান, ঘটনার ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বীর সাথে আলাপ করলে তিনি জানান, ঘটনায় ৫৪ ধারায় ৩ জনকে আটক করা হয়েছে।