জাল ভোট দেয়ার চেষ্টা, ৩ তরুণীর কারাদণ্ড

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে তিন তরুণীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (২০), হাফিজুর রহমানের মেয়ে তাইয়্যিবা আক্তার (২০), ও নওয়াব মিয়ার মেয়ে সুমাইয়া সুলতান (২০)।

এর আগে সকাল ৯টা থেকে ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এ উপনির্বাচনে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।