ডেঙ্গু সচেতনতায় চিকিৎসকদেরও এগিয়ে আসতে হবে

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ‘ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মেডিকেল কলেজেটির গ্যালারি-২ এ সেমিনারের আয়োজন করে হাসপাতালটির মেডিসিন বিভাগ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, জাতীয় গাইড লাইন অনুযায়ী আমাদের চিকিৎসকরা নিরলসভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছেন। ভবিষ্যতে যাতে কেউ এ রোগে আক্রান্ত হতে না পারে সেদিকেও চিকিৎকদের কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একমাত্র জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গড়ে তুলতে। চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি জনসচেতনতায় চিকিৎসকদেরও এগিয়ে আসতে হবে।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইন্টার্ন ডা. অন্যন্যা আনোয়ার ও ডা. সৈয়দ শারাফ আহমেদ।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোখসানা নাজনীন ও রেজিস্ট্রার ডা. সাকেরা সুলতানার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম শাখাওয়াত হোসেন, অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল উদদুত খান, ফরেন সিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মঞ্জুরুল কাদের, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুমনা শেখ, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোদেজা নাহার।