তিন-চারটি প্রস্তাব নাকচ মরিনহোর!

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯

মরিনহো চাকরি হারা প্রায় আড়াই মাস। তবে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে তিনি আবার কোচিংয়ে ফিরতে চান। আর সেজন্য প্রস্তুতিও নিচ্ছেন। পর্তুগিজ কোচ মরিনহো এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন বলে গুঞ্জন বের হয়। কিন্তু কোনটা সত্যি হয়নি। তবে মরিনহো জানিয়েছেন, তিনি ইতিমধ্যে তিন-চারটি ক্লাবের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন।

বেন স্পোর্টসকে ৫৬ বছর বয়সী মরিনহো বলেন, ‘আসল কথা হলো আামি আগামী মৌসুমের শুরুতে কোচিংয়ে ফিরতে চাই। নতুন ক্লাবের হয়ে। আমি ভালোমতোই জানি, আমি কি চাই না। আর সে কারণে আমি এরইমধ্যে তিন-চারটি ক্লাবের প্রস্তাবকে না করে দিয়েছি।’

মরিনহো কোন জাতীয় দলের কোচিংয়ে নামছেন না বলেও জানিয়েছেন। কারণ তিনি ক্লাবের ব্যস্ত সূচির মধ্যে ব্যস্ত থাকতে চান, ‘আমি জানি, আমি কি চাই। নামধরে কোন ক্লাবের দায়িত্ব নিতে চাই বলবো না। তবে যেখানে কাজের বৈচিত্র থাকবে। কাজ করায় নতুন চ্যালেঞ্জ আছে সেখানে দায়িত্ব নিতে চাই। সেজন্যই অপেক্ষা করছি।’

তিনি বলেন, ‘জাতীয় দলের কোচিং করানো খুবই আলাদা কাজ। আমি নিত্য দিনকার ফুটবল চাই, অনেক ম্যাচ চাই, অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে চাই। যখন আপনি সপ্তাহে ছয়টি সংবাদ সম্মেলন, তিনটি করে ম্যাচ, ম্যাচের আগে-পরে বিশ্লেষণে নামবেন তখন নিজেকে নিয়ে ভাববার সময় থাকবে না আপনার।’

মরিনহো চাকরিহীন আছেন বলে তিনি ছুটি কাটাচ্ছেন এমন নয় বলেও উল্লেখ করেছেন। তিনি ছুটি কাটালে তার মানে দাঁড়াবে ফুটবল মরিনহো বিরক্ত। বরং এই কাজহীন সময়টায় তিনি আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মরিনহো। নতুন কোথাও আবার মরিনহো জয়ের মিশনে নামবেন সেটাই এখন দেখার বিষয়।