নিউইয়র্কে একদিনে সাত বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্কে একদিনে সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে মোট ২০ জন বাংলাদেশি মারা গেলেন।

এ ছাড়া মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

রোববার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক লাখ বা তারও বেশি মৃত্যু হতে পারে। তবে মৃতের সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে ‘সম্মিলিতভাবে করা খুব ভাল কাজ হবে’ বলে মন্তব্য করেন তিনি।

দেশটিতে করোনায় সবচেয়ে বেশি খারাপ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে ২৩৭ জন মারা গেছেন। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে মোট ৯৬৫ জন মারা গেলেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯৫ জন।আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫১৩ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। এছাড়া প্রায় ৩ হাজার কভিড-১৯ রোগীর অবস্থা আশঙ্কাজনক।