নির্মল এস পলাশের কবিতা- ‘‘দোল পূর্ণিমা’’

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

শিল্প ও সাহিত্য ডেস্ক:

ফুল ফুটেছে গাছে গাছে
শিমুল – পলাশ লাল রঙেতে।
নতুন পাতা সবুজ সাজে,
তোমায় রাঙাবো দোলের রঙে।
দোলের প্রভাত শিশির ভেজা
কোকিল কয় বসন্তে কথা।
শিমুল রঙে সাজো যদি
পলাশ আবির গায়ে মাখো তুমি।
দোলের দিনে প্রেমিক মনে
জাঁগবে হোলির নানান রঙে।
দোলের দোদুল দোলায় দোলে
রাধা, কৃষ্ণ ।
আবিরে আবিরে রঙিন হবে
প্রেমের মধুকুঞ্চ।
দোলের রঙে আজ সারাদিন
এসো সবাই হবো রঙিন ।
বাতাসে আজ রঙ লেগেছে
ফুলের পরাগে দোল খেলেছে।
শুক্লা রাতে চাঁদ জোছনা
রঙ ছড়াবে আলোর মেলা ।
আজ এ দোলের দিনে
তোমায় রাঙাবো পলাশের।
আবির রঙে।
শুনবো আর কোনো মানা আজ যে হবে
“” দোল পূর্ণিমা “”