বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: পটুয়াখালী ও খাগড়াছড়িতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকাল ও দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

এর মধ্যে রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে মো. ফাইজুল গাজী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় আবদুল কুদ্দুস ফরাজী নামে একজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালি গ্রামে এ ঘটনা ঘটে। রাঙ্গাবালী থানা পুলিশের ওসি আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতে মো. আদম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার গোমতির ৪ নম্বর ওয়ার্ডের রত্নাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জমিতে বাঁধা অবস্থায় একটি গরুও বজ্রপাতে মারা যায়। মৃত কৃষক মো. আদম আলী মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের রত্নাটিলা পাড়ার বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক।

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো কৃষক আদম আলী নিজের জমির বীজতলায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি জ্ঞান হারালে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।

 

সূত্র: জাগো নিউজ…