বানিয়াচংয়ে দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার গ্রামবাসীর

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন উপজেলার ১৫ নম্বর ইউপির পৈলারকান্দি গ্রামবাসী। শনিবার বিকেলে অতিরিক্ত এসপি এসএম ফজলুল হকের (প্রশাসন) নিকট তারা এসব অস্ত্র জমা দেন। এ সময় তারা আর দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন।

অস্ত্র জামদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত এসপি এসএম ফজলুল হক জানান, পুলিশের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজ উদ্যোগেই অস্ত্র জমা দেন। তাদের দেখে জেলার দাঙ্গা প্রবণ অন্যান্য এলাকার মানুষও অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ হবেন আশা করি।

স্থানীয় পৈলারকান্দির রত্নাবাজারে দেশীয় অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র সভাপতিত্বে ও বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ার হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত এসপি (সার্কেল বানিয়াচং) শেখ মোহাম্মদ সেলিম। এছাড়াও পৈলারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান খোয়াজ আলীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।