বড়শি টান দিতেই উঠে এলো বিশাল বোয়াল

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক সৌখিন শিকারির বড়শিতে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৎস্য শিকারি আবু সাইদ পলাশের বড়শিতে মাছটি ধরা পড়ে।

আবু সাইদ পলাশ বলেন, কার্গো জাহাজে চাকরি করি। জাহাজটি সোমবার পাবনার নটাখোলা স্থানে যমুনা নদীতে আটকা পড়ে। সেখানে দীর্ঘ সময় অলস বসে থেকে এক পর্যায়ে রাতে নদীতে একটা বড়শি ফেলি। সারারাত বড়শিতে কোনো সাড়া না পেলেও সকাল সাড়ে ৯টার দিকে বড়শিতে একটি সজোরে ধাক্কা টান দেয়। বড়শি ওপরে টেনে তুলতেই দেখতে পাই বিশাল একটি বোয়াল মাছ।

দুপুরে মাছটি নিয়ে নিজ বাড়ি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসি। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করি। এতো বড় মাছ কখনোই পাইনি। এই মাছটি পেয়ে খুবই আনন্দিত। মাছটি আমার সব আত্মীয়-স্বজনদের নিয়ে ভাগ করে খাবো।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় ইলিশ মাছের আকাল থাকলেও প্রায়ই নদীতে বড় আকৃতির বাঘাইড়, বোয়াল, কাতলসহ নানান সুস্বাদু মাছ ধরা পড়ছে।