শুরুতেই বিদায় দুই তামিমের

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সংগৃহীত

খেলা ডেস্ক: ফাইনাল নিশ্চিতের ম্যাচে টস জিতে আগে ব্যাট বেছে নিয়ে বিপদে তামিম ইকবালের দল। ৫ ওভার যেতে না যেতেই দুই ওপেনার সাজঘরে। বলা বাহুল্য, তামিম একাদলের দুই ওপেনারই হলেন তামিম। একজন তামিম ইকবাল, অন্যজন তানজিদ হাসান তামিম।

প্রথমে আউট হয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম তথা ছোট তামিম। রুবেল হোসেনের বলে খেলতে গিয়ে নাঈম শেখের হাতে ক্যাচ দেন তিনি। ৯ বল খেলে আউট হলেন ১ রানে।

এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরের পথ ধরেন অধিনায়ক তামিম ইকবাল। আবু হায়দার রনির বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন তিনি।

অফ স্ট্যাম্পের অন্তত ১৮ ইঞ্চি বাইরের বলকে প্রচন্ড জোরে স্কোয়ার কাট করতে গিয়ে মাঝ ব্যাটে রাখতে পারেননি তামিম। বল বেশি বাইরে থাকায় শরীর ও পা কাছে ছিল না। যে কারনে বল মাটির ওপরে ছিল।

প্রায় ৫ ফুট উচ্চতা দিয়ে যাওয়া সেই বলকে অসামান্য দক্ষতা ও দারুণ ক্ষিপ্রতায় ধরে ফেলেন সাব্বির। বল তার বাঁ-দিক দিয়ে চলে যাচ্ছিল। সাব্বির শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে সেটা ধরে ফেললে তামিম সাজঘরে ফিরে যান। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১১ রানে (৩.৬ ওভারে)।