সেন্টমার্টিনের কাছে ডুবল মাছ ধরার ট্রলার, ৪ লাশ উদ্ধারের দাবি

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বঙ্গোপসাগরে ২৬ জন জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া চারজনের লাশ উদ্ধারের দাবি করেছে মালিকপক্ষ।

শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলার মালিক মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকালে ঘন কুয়াশায় হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। এ কারণে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ২৬ জন জেলে-মাঝি ছিলেন। ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল।

কোস্টগার্ডের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, মাছ ধরার জাহাজ ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ২২ জনকে জীবিত উদ্ধার করেছে।