‘স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে রোববার থেকে চলবে লঞ্চ’

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগের ভাড়াতেই আগামী রোববার থেকে সব নৌযান চলবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করেই লঞ্চ চলাচল করার নির্দেশ দিয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক৷

শুক্রবার বিআইডব্লিউটিএ ভবনে লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

গোলাম সাদেক বলেন, ভাড়া বাড়ানোর বিষয়ে আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি। শুক্রবারের বৈঠকে মূলত কীভাবে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তবে শারীরিক দূরত্বে কারণে যদি যাত্রী কম হয়, সেক্ষেত্রে ভাড়া বাড়ানো নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা হবে। তবে জনসাধারণের উপরে যেন চাপ না পড়ে, সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে।

বৈঠকে উপস্থিত আছেন- বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদসহ নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডিব্লউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।