হবিগঞ্জে যাত্রীর পা ভেঙে দিল চালক

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

ধলাই ডেস্ক: হবিগঞ্জে টমটমের ভাড়া নিয়ে বিরোধের জেরে নাছির উদ্দিন নামে এক যাত্রীর পা ভেঙে দিল চালক ও তার সহযোগীরা।

আহত অবস্থায় ওই যাত্রীকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রোববার সন্ধ্যায় শহরের যশোরআব্দা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত নাছির উদ্দিন ওই এলাকার আফিল উদ্দিনের ছেলে।

আহত নাছির উদ্দিন জানান, তিনি কিছু মালামাল নিয়ে টমটম যোগে কেন্দুয়াভহ এলাকা থেকে যশোরআব্দায় আসেন। এ সময় টমটমের ভাড়া নিয়ে একই এলাকার চালক সাজিদ মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাজিদ মিয়াসহ তার সহযোগীরা উত্তেজিত হয়ে রড ও হকিস্টিক দিয়ে তাকে পিটিয়ে আহত করে। আর এতে করে তার পা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাক্তার দেবাশীষ রায় জানান, নাছির উদ্দিন নামে ওই ব্যক্তির পা ভেঙে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।