ধলাই ডেস্ক: বাড়ির মূল দরজায় এখন আর ‘ওয়েলকাম’ শব্দটি নেই। বরং তার জায়গায় নতুন পোস্টার। সেখানে লেখা রয়েছে, ‘রাগ করলে করুন। কিন্তু আগামী ১৫ দিন সরকারের নিয়ম মেনে আমাদের বাড়িতে আসবেন না। আমরাও আপনাদের বাড়িতে যাব না।’ লেখার নিচে রয়েছে ঘরের মালিকের স্বাক্ষর।
আগে নিজের নিরাপত্তা, পরে সৌজন্য। অন্তত এমন পরিস্থিতিতে। ইতোমধ্যে এ পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। করোনার সংক্রমণ ঠেকাতে এ পোস্টারই যেন হাতিয়ার হয়ে উঠেছে। এতে আত্মীয় বা অতিথিরা রাগ করলেও মাথা ঘামাচ্ছেন না গৃহস্থরা।
ফলে এখনও পর্যন্ত এ জেলায় একজনও করোনা পজিটিভ পাওয়া যায়নি। পোস্টারের পাশাপাশি করোনা সচেতনতায় সবাইকে গৃহবন্দি রাখতে দেয়াল লিখনও হয়েছে। সুতরাং করোনাভাইরাস শুধু বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকেই চুরমার করছে না, আত্মীয়তায়ও বড়সড় ধাক্কা দিচ্ছে।