আদালতের নির্দেশনা উপেক্ষা, সেই ৫২টি পন্য পাওয়া যাচ্ছে কমলগঞ্জে!

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

স্টাফ রিপোর্ট: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া সেই ৫২টি পণ্য বাজার থেকে সরিয়ে ফেলার জন্য উচ্চ আদালত নির্দেশনা দিলেও এখনো পণ্যগুলো পাওয়া যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে। আদালতের এক রিট শুনানির আদেশে উচ্চ আদালত বিভিন্ন ধরনের সরিষার তেল, খাবারের মসলা, পানি, সেমাই, ঘি, ময়দা, দই, চানাচুর, মধু, লবণসহ বিভিন্ন ধরনের ৫২টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি বন্ধ এবং সেগুলো বাজার থেকে সরিয়ে নেওয়ার আদেশ দেয়া হলেও তা সরিয়ে নিচ্ছেননা কোন কোম্পানীই আর এ পণ্যগুলো বিক্রি বন্ধও করছেন না ব্যবসায়ীরা । বিএসটিআইয়ের পরীক্ষার মাধ্যমে পুনরায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এসব পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ওই রায়ে। আর এই আদেশ বাস্তবায়ন করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদেশ দেন আদালত। আদলতের আদেশের এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কর্নপাত করছেন না ব্যবসায়ীরা। শনিবার উপজেলার ভানুগাছ বাজার, শমসেরনগর, আদমপুর,মুন্সিবাজার,মাধপুর বাজারসহ কয়েকটি বাজার ঘুরলে দোকানে এখনো সেসব পণ্যের মজুদ দেখা যায়। চলছে এসব পণ্যের রমরমা বেচাকেনা। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, যে সকল বাজারে উচ্চ আদালতের আদেশ অমান্য করে সেই নিষিদ্ধ ৫২ টি পণ্য বিক্রি করছেন, আগামী রোববার থেকে অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।