আফ্রিকান টিয়া কার? পুলিশের সামনে পাখিই বলে দিল মালিকের নাম!

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

ধলাই ডেস্ক: কেউ যখন খুব স্পষ্ট করে কথা বলে তখন বলা হয়, ‘তোতাপাখির মতো কথা বলছে’। সত্যিকার অর্থের তোতাপাখি খুব সুন্দর করে কথা বলে। তোতাপাখির কথা শুনে মানুষ আনন্দ পায়। কিন্তু শুনেছেন কি, তোতাপাখির কথা শুনে মামলা নিষ্পত্তি হয়ে যায়!

এই তোতাকাহিনি বলিউডের গল্প-উপন্যাসকেও হার মানায়। ঝামেলার সূত্রপাত একটি আফ্রিকান প্যারটকে নিয়ে। দুই মালিক হাজির হয়েছিলেন স্থানীয় থানায়। পুলিশের কাছে উভয়ের দাবি, পাখিটি তাদের। থানায় উপস্থিত পুলিশকর্তারা ঝামেলায় পড়ে যান। কীভাবে সমস্যার সমাধান করবেন বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত পাখিই সমস্যার সমাধান দিয়ে দিলো।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আগরার। আফ্রিকান প্যারটের দুই দাবিদার হলেন অজয়কুমার বর্মা ও মুনেন্দ্র জৈন। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে অজয়কে একটি আফ্রিকান প্যারট উপহার দিয়েছিলেন মুনেন্দ্র। অজয়ের দাবি, গত চার বছর ধরে তার বাড়িতে যত্নে রয়েছে পাখিটি। পাখির দেখভাল করে মেয়ে মুনমুন। অজয়ের আরো জানান, মুনেন্দ্র পাখিটির দেখভাল করতে পারছিল না বলেই তাকে দিয়েছিল। গত কয়েক বছরে যেটি তাদের পরিবারের একজন হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি মুনেন্দ্র দাবি করে, তোতাপাখি তাকে ফিরিয়ে দিতে হবে।

কার্যত বাকি কাহিনি সে নিজে লেখে। মালিকানা নিয়ে বিবাদের মধ্যে কথা বলে ওঠে। হঠাৎই তোতাপাখিটি ডেকে ওঠে, ‘মুনমুন তুই কোথায়, মুনমুন তুই কোথায়’।

এরপর পুলিশ কর্তাদের বিষয়টা বুঝতে বাকি থাকে না। অজয় যে মিথ্যে বলছিলেন না, মুনমুনই যে পাখির দেখভাল করে থাকে, তা স্পষ্ট হয় পুলিশের কাছে। সেই মতোই প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় পাখিটিকে।