ইউএনও ওয়াহিদার ওপর হামলা, সাতদিনের রিমান্ডে নবীরুল ও সান্টু

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় গ্রেফতার দুই আসামিকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শ‌নিবার বিকেল সাড়ে পাঁচটায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়ার ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে নবিরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে হা‌জির করা হয়। এই মামলা তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানা ইন্সপেক্টর তদন্ত মমিনুল ইসলাম আটক দুই আসামি ১০দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শিশির কুমার বসু সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে মামলাটি ঘোড়াঘাট থানা পুলিশের কাছ থেকে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, বিকেলে আসামি নবিরুল ইসলাম ও সান্টু কুমারকে আদালতের বিচারকের নিকট সোপর্দ করা হয়। মামলাটি প্রথম থেকে ঘোড়াঘাট থানার পরিদর্শক মোমিনুল ইসলাম মামলার তদন্ত করছিলেন। পরবর্তীতে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর মামলাটি তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর জানান, যেহেতু মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের নিকট ১০দিনের রিমান্ড আবেদন করেছিলাম। বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এছাড়াও মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করা হলে তারও বিরুদ্ধে রিমান্ড চাইব আমরা।

সূত্র: ডেইলী বাংলাদেশ…