
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত আরো পাঁচ জন।
বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ড ঘটা বিল্ডিংটি মূলত একটি আবাসিক ভবন ছিল। তবে এটিতে একটি নার্সিং হোম কাজ চালাচ্ছিল। বিল্ডিংটি নার্সিং হোমের জন্য নিবন্ধিত কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিয়য়ে বাড়ির মালিক ও নার্সিং হোমের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। নার্সিং হোমে আটকে থাকা প্রচুর মানুষকে উদ্ধারও করা হয়েছে। তবে এরমধ্যেই ১৫ জনের মৃত্যু হয় এবং আরও পাঁচ জন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।