আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদার বাহিনীর গুলিতে শুধু পশ্চিম তীরেই ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫০০ জন। শুক্রবার এ ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তল্লাশি অভিযানের নামে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে ঢুকে পড়ে। এ সময় তরুণ ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে এবং তাদের দিকে পাথর ও ককটেল নিক্ষেপ করে। একপর্যায়ে ইসরায়েলি সেনারা গুলি চালালে ১০ জন নিহত হন।
গাজায় হামলার প্রতিবাদে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভ দমাতে পশ্চিম তীরে তল্লাশি অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা।
সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজারখানেক। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এছাড়া চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি সেনারা।