ধলাই ডেস্ক: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারে ক্রেন থেকে ছিটকে যাওয়া গার্ডারের চাপায় শিশুসহ প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার বিকেলে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে। প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উত্তরার পূর্ব থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহত কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কিভাবে এ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।