 
                                       ফাইল ছবি                                       
                                        
                                    ধলাই ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে উত্তরার ১৩ নম্বর সেক্টরে গরীবে নেওয়াজ অ্যাভিনিউয়ের ১০ তলা একটি বাণিজ্যিক ভবনে তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
		
