ধলাই ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে শনিবার সকালে ১২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা।
বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা সংস্থার সুপার আজগর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে যেকেউ সোনার বারগুলো টয়লেটের ডাস্টবিনে ফেলে রেখে যায়। সকালে ক্লিনাররা সোনার বারগুলো দেখে খবর দিলে তা উদ্ধার করা হয়। উদ্ধার করা ১২টি সোনার বারের ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম। যার বাজার মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা।
আজগর আলী বলেন, সকালে দুবাই ফ্লাইট, সিলেট-লন্ডন কানেক্টিং ফ্লাইটসহ তিনটি ফ্লাইট ছিল।