ধলাই ডেস্ক: সরকারি গুদামে ৫০ কেজি চালের বস্তার পরিবর্তে ৩০ কেজির বস্তা পাওয়ায় কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি, এলএসডি) দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ সময় খাদ্য গুদামটি সিলগালা করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়।
আটক দুইজন হলেন- কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন ও গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান অনিয়মে প্রধান অভিযুক্ত কামরুল নামে আরেক কর্মকর্তা।
ইউএনও মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার দুপুরে সদর খাদ্য গুদাম এলাকায় গিয়ে খাদ্য কর্মকর্তাসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ও জেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে যাই।
তিনি আরও বলেন, গুদামটিতে ৫০ কেজি চালের বস্তার স্থলে ৩০ কেজির বস্তা মিলেছে। তাই গুদামটি আমরা সিলগালা করেছি। তদন্ত করে পরবর্তীতে আরও ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সিও’র ব্যবহৃত সরকারি নম্বরে ফোন করা হয়। তবে রিং হলেও তিনি রিসিভ করেননি।