কমলগঞ্জের আদমপুরে ১০টি দোকান অগ্নিকান্ডে ভস্মিভুতঃ দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ও ৩টি গোডাউন অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ারসাভির্স দল জানিয়েছে।

বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি সোমবার সকাল সাড়ে ৯টা র দিকে রেজাউল মার্কেটে ঘটে। স্হানীয়রা জানায়, আদমপুর বাজারের রেজাউল মার্কেটে হঠাৎ করে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের বাবুলের ভুসিমালের দোকান, খালিকের কাপড়ের দোকান, মুন কম্পিউটার, মুন ফার্নিচারের দোকান ও আব্দুল হকের গোডাউন সম্পর্ন পুড়ে যায়। আশপাশের লোকজন ও ফায়ার সাভির্স দলকে খবর দিলে ফায়ারসার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। মালিকরা দাবী করেছেন তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

স্থানীয় বাজারে ব্যবসায়ী মইনুল ইসলাম জানান, সকালে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। কিন্তু আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়ে। আদমপুর বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা বলেন মার্কেটের ১০ টি দোকান পুরোপুরি ভন্মিভুত হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস দলের ইনচার্জ আব্দুল কাদির জানান, খবর পেয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে শর্ট সাকির্ট হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছি। মালিক ও এলাকাবাসী দাবী করেছেন দোকানগুলোতে প্রায় ৩০/৪০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।