স্টাফ রিপোর্ট: কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার নবম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১মে) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেব নাথের সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, গেস্ট অব অনার হিসাবে ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, লেখক ও সাহিত্যিক আহমদ সিরাজ, সুজনের সম্পাদক রাবেয়া খাতুন, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মনিপুরি আধিবাসী ফোরামের সম্পাদক সমরজিৎ সিংহ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, সিতারাম বিন, নির্মল এস পলাশ, মোনায়েম খান, এস এ চৌধুরী জয়, আহমেদুজ্জামান আলম ও উদিয়মান লেখক জয়নাল আবেদিন সহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ। এসময় কমলকুঁড়ি পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত থাকা ও পত্রিকাটির সাফল্য কামনা করেন বক্তারা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের কাছে নবম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা তুলে দেয়া হয়।