কমলগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৪

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকালে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি নেতা আলহাজ্ব মুজিবুর রহমান হাজী মুজিবের বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপির সাবেক সভাপতি দুরুদ আলী মাস্টার এর সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমানের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: আবু ইব্রাহিম জমসেদ, সি: সহ সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক- আবুল হোসেন, পৌর বিএনপির নেতা সোয়েব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান প্রমুখ।


এ সময় কমলগঞ্জের সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।