
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে কলোনিতে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে ফাঁড়ি পুলিশ।
জানা যায়, শুক্রবার রাতে শমশেরনগর রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাড়িতে কিশোরী (১৩) কে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করা হয়।
এ ঘটনায় ভাই নাজিম মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় শনিবার (২৪জুলাই) সন্ধ্যায় লিখিত অভিযোগ করলে এদিন রাতেই শমশেরনগর রেলওয়ে কলোনি এলাকার নাসির মিয়ার ছেলে, রবিন মিয়া (২৬) কে আটক করে শমশেরনগর ফাঁড়ি পুলিশ।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে রবীন উত্ত্যক্ত করে আসছিল । শুক্রবার বিকালে বাড়ি ফাঁকা পেয়ে রবিন মিয়া কিশোরীকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তার চিৎকারে ভাই নাজিম মিয়া এগিয়ে গেলে বখাটে রবিন পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে রাতেই শমশেরনগর রেলওয়ে কলোনির বাড়ি থেকে রবিন মিয়া নামের এক যুবক কে আটক করে কমলগঞ্জ থানার প্রেরণ করা হয়েছে।
রোববার ২৫ জুলাই দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।