কমলগঞ্জ সংবাদদাতা: প্রদীপ জ্বালিয়ে ও গীতা পাঠের মধ্যো দিয়ে শীতের সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে ধ্রুপদী মুনিপুরী নৃত্যালয়ের শুভ উদ্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের মাধ্যে ফুলের মালা ও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। এরপর একের পর এক মঞ্চে চলতে থাকে মনোমুগ্ধকর নৃত্য। এসময় মনিপুরী নৃত্য দেখতে স্কুল মাঠ ছিলো কানায় কানা দর্শক পূর্ণ।
শনিবার (৫ ফেব্রুয়ারী) রাত ১০টায় উপজেলার ৫নং সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধ্রæপদী মুনিপুরী নৃত্যালয়ের আয়োজনে শুভ উদ্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান।
কুলাউড়া স্যাটেলমেন্ট অফিসের অফিস সহকারী সদানন্দ্র সিংহের সঞ্চালনায় ও পুরোহিত ব্রজ কিশোরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টো,মনিপুরি ললিতকলা একাডেমির গবেষক প্রভাষ কুমার সিংহ, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ ও সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।
আরো উপস্থিতি ছিলেন কমলগঞ্জ ললিতকলা একাডেমির সতোফা সিনহ্া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সমাজ সেবক শিবানন্দ সিংহ প্রমুখ।
মনিপুরি ললিতকলা একাডেমির গবেষক প্রভাষ কুমার সিংহ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ বক্তব্যে বলেন, অনুষ্ঠানের আয়োজন করায় অনেকটা আনন্দ উপভোগ করেছি। সত্যি ভীষন ভালো লাগছে, চমৎকার কিছু নৃত্য পরিবেশনা দেখতে পেলাম। নাচটা আমরা বরাবরই খুব ভালবাসি। ধ্রæপদী মুনিপুরী নৃত্যালয়ের পরিচালক মনিরাজ সিংহের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠান দেখতে চলে আসছি।
ধ্রæপদী মুনিপুরী নৃত্যালয়ের পরিচালক মনিরাজ সিংহা বলেন, আমি ছোট থাকা অবস্থায় নৃত্য করে আসছি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নৃত্য পরিচালনা করি। আমার খুব ইচ্ছে ছিল আমার এলাকায় একটি নৃত্যের স্কুল খুলবো। এখন সমস্যা একটাইআমি আর্থীকভাবে এতটা স্বচ্ছল না। তাই এলাকার সকলের সহযোগীতা পেলে একটা নৃত্যালয় স্কুল এই এলাকায় করতে পারবো।
অনুষ্টানে গীতা পাঠ করেন,কথা সিংহ ও হৃতিনন্দ ও নৃত্য পরিচালনা করেন মনিরাজ সিংহ,কথা সিংহ,হৃতিনন্দ, মৌমিতা ও অনন্যা সিনহা।