কমলগঞ্জে প্রাথমিক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা, প্রত্যয়নপত্র বাবদ টাকা নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা প্রাথমিক শিক্ষা র্কমর্কতার কাছে লিখিত অভিযোগ করছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

অভিযোগ সুত্রে জানা যায়, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম মুন্নী স্কুলের সরকারি বরাদ্দ কাজের হিসাব দিতে অনিহা প্রকাশ, ছাত্রছাত্রীদের প্রত্যয়নপত্র বাবদ ২০০ থেকে ৫০০ টাকা বাড়তি আদায়সহ দীর্ঘদিন বিভিন্ন অজুহাতে অভিভাবক সমাবেশ না করা ও নিয়মিত স্কুলে উপস্থিত হচ্ছেন না।

এসএমসি সদস্য আব্দুস শহীদ জানান, কমিটির কারো সাথে আলোচনা না করে প্রধান শিক্ষক স্কুলের নতুন ভবন হস্তান্তর, ওয়াশ ব্লক নির্মাণ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে বাস্তবায়ন করেন।এসএমসি সভাপতি শহীদুন বেগম জানান, প্রাথমিক সমাপনীর প্রত্যয়নপত্র দেওয়া বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা আদয়, পাঠদানে অনীহাসহ বিভিন্ন বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ারা বেগম মুন্নীকে জিজ্ঞেস করলে তিনি আমার সাথে দুর্ব্যবহার করেন।

তবে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম মুন্নী বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য দেওয়া হয়েছে