
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচীর আওতায় সুবিধাভোগী বয়স্কভাতা, বয়স্ক চা শ্রমিক, বিধবা, স্বামী নৃগিহিতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ১৩৬১ জনের মাঝে মোট ৮৮ লক্ষ ৬ হাজার ৮শত টাকার বিভিন্ন ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, সুবিধাভোগীদের ভাতা প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রমূখ।
পরে ৮৫৫ জন বয়স্ককে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ৫১ লক্ষ ৩০ হাজার টাকা। ৪৫ জন বয়স্ক চা শ্রমিককে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ২ লক্ষ ৭০ হাজার টাকা । ১৯৪জন বিধবা ও স্বামী নিগৃহিতাকে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ১১লক্ষ, ৬৪ হাজার টাকা। এবং ২৬৭ জন অসচ্ছল প্রতিবন্ধীকে মাসিক ৭০০ টাকা হারে এক বছরের ২২ লক্ষ ৪২ হাজার ৮শত টাকা সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।