কমলগঞ্জে ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারি আটক

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গত শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতি: পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে রহিমপুর ইউনিয়নের ছয়কুট নতুন বাজার এলাকায় মো: শাহ আলমের যমুনা ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে ৫১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দসহ ২ জন পেশাদার চোরাকারবারিকে আটক করে।

আটককৃতরা হলেন-কমলগঞ্জ উপজেলার শ্রীসুর্য্য গ্রামের মৃত সোহরাব খাঁনের পুত্র মো: দোলন খাঁন (৪০) ও প্রতাপী (উত্তর পাড়া) গ্রামের মো: হিরণ মিয়ার পুত্র মোধ কোয়াজ মিয়া (২৯)।

আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বিশেষ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের হাতে আটক ২ জন চোরাকারবারীকে শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।