কমলগঞ্জে মণিপুরী নৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও নৃত্যানুষ্টান

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

কমলগঞ্জ প্রতিনিধি: মণিপুরী নৃত্য দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ পরিষদেও আয়োজনে আলোচনা সভা ও নৃত্যানুষ্টান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজওয়ানা ইয়াসমিন সুমী।
বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস কুমার সিংহ, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কমলা কান্ত সিংহ।