কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য অসহায় কর্মহীন দরিদ্র মানুষের দুর্দিনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ, কে এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৫০ জনের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ভানুগাছ বাজারের মাধবপুর রোডস্থ একটি বাড়িতে প্যাকেটিং শেষে পৌরসভা ও ইউনিয়নগুলোতে সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বিতরণ করা হয় এসব খাদ্যসামগ্রী।

কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ, কে’র সভাপতি প্রভাষক শেখ এম, শামীম শাহেদ ও সম্পাদকদ্বয় মো. বুলবুল আহমেদ, গোলাম সরওয়ার মকবুল (সালাম) জানান, মরণঘাতী করোনা ভাইরাসের ফলে আমরা প্রবাসের বাঙ্গালিরাও ঘরবন্দি, আমরা একে অন্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নিজ এলাকার দু:খ- দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানালে সংগঠনের সম্পৃক্তরা মানবতার কথা চিন্তা করে সহযোগীতায় এগিয়ে আসে। আমরাও চাই প্রবাসে ও দেশের বিত্তশালিরা যেন নিজ সামর্থ অনুযায়ী অসহায় কর্মহীনদের পাশে দাঁড়ায়।

বিতরণ ব্যবস্থায় প্রতি প্যাকটে রয়েছে, ৪ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও আধা লিটার তেল।