করোনাভাইরাস : এক বছরের মধ্যে তেলের দাম সর্বনিম্ন

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে দ্রতগতিতে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ, বিপরীতে পাল্লা দিয়ে কমছে তেলের দাম। সোমবার গত ১৩ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪ দশমিক ১৯ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৫৪ দশমিক ২৬ মার্কিন ডলারে।

তবে সবচেয়ে বাজে পরিস্থিতি ডব্লিউটিআই ক্রুড অয়েলের বাজারে। জানুয়ারি মাসেই এর দাম পড়েছে প্রায় ২০ শতাংশ। সোমবার ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেলের দাম ৩ দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৯৯ ডলারে। গত এক মাসের তুলনায় এ দুই তেলের দাম কমেছে অন্তত ১০ ডলার।

সংকট শুধু তেলের দামেই নয়, চাহিদাতেও দেখা দিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ইতোমধ্যে সৌদি আরব থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে চীন। একই সঙ্গে এশিয়ার বৃহত্তম তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান চীনের সিনোপেক প্রতিদিন ছয় লাখ ব্যারেলে নামিয়ে এনেছে তাদের উৎপাদন।

বিভিন্ন শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা চলায় শিগগিরই চীনে তেলের চাহিদা অন্তত ২০ শতাংশ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, এই ২০ শতাংশ কমার পরিমাণ দাঁড়াবে প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বাড়ছেই। শুধু চীনেই সোমবার পর্যন্ত ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার দেশটির হুবেই প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সেখানে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৩৪৫ জন।

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২০ হাজার ৬২৭ জন। ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে অন্তত ২৪টি দেশে। এর মধ্যে রোববার ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হংকংয়ে মারা গেছে আরও একজন।

সূত্র : অয়েলপ্রাইস ডটকম, সিএনএন।