কাফনের কাপড় পরে প্রচারণা চালানো সেই প্রার্থীই হলেন চেয়ারম্যান

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় কাফনের কাপড় পরে নির্বাচনী প্রচারণা চালানো বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ১ হাজার ২৫৯ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমীন সুলতানা।

সূত্র জানায়, নব্বই দশকে তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার বলেন, ভোটাররা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই কাজ করে যাব।

উল্লেখ, ভোট চুরি ঠেকাতে কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণায় নেমেছিলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায় বয়োজ্যেষ্ঠ জাহান আলী গলায় কাফনের কাপড় ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সূত্র: জাগো নিউজ…