খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছয়জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: খুলনার ব‌টিয়াঘাটায় ব্যবসায়ী রিপন রায় হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপু‌রে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মো. সাইফুজ্জামান হি‌রো এ রায় ঘোষণা ক‌রে‌ন।

দণ্ডিতরা হলেন- ব‌টিয়াঘাটা উপ‌জেলার বৃ‌ত্তি শলুয়া এলাকার নুর মোহাম্ম‌দের ছেলে ম‌নিরুজ্জামান ঘরামী, পারশেমারির ম‌জিদ সরদা‌রের ছে‌লে হুমায়ুন সরদার, গাওঘরার আম‌জেদ সরদা‌রের ছে‌লে জাহাঙ্গীর সরদার, নূর শে‌খের ছে‌লে এনামুল শেখ, খা‌লেক শেখের ছে‌লে কা‌দের শেখ ও সিরাজ শেখের ছে‌লে পিন্টু শেখ। খালাসপ্রাপ্তরা হ‌লেন- একই এলাকার হুমায়ুন ক‌বির বাবু ও হান্নান মল্লিক।

নিহত রিপন ওই উপ‌জেলার গড়িয়াডাঙ্গার রামপ্রসাদ রা‌য়ের ছে‌লে। তিনি সিডি দোকানের ব্যবসা করতেন।

আদাল‌তের উচ্চমান বেঞ্চ সহকা‌রী মো. সা‌য়েদুল হক শাহীন জানান, ২০০৭ সালের ১ এ‌প্রিল রা‌তে দোকান থে‌কে বাড়ি ফির‌ছি‌লেন রিপন। ওই সময় পূর্ব শত্রুতার জেরে তা‌কে ধারা‌লো অস্ত্র দিয়ে কু‌পি‌য়ে হত্যার পর মরদেহ ফে‌লে রেখে যায় দণ্ডিতরা। পর‌দিন সকা‌লে বৃত্তিখলশী বু‌নিয়া এলাকায় সড়কের পা‌শ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় ২ এপ্রিল থানায় হত্যা মামলা ক‌রেন নিহতের বাবা। পরে ২০১০ সা‌লের ২০ জুলাই আটজ‌নের বিরু‌দ্ধে আদাল‌তে চার্জ‌শিট দাখিল ক‌রেন সিআইডি’র এসআই খান মাহবুবুর রহমান। শুনানি শেষে আদালত এ রায় দেয়।