ধলাই ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জেলখানা রোডে ‘করিম স্পিনিং মিল’ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই কারখানায় একটি ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে গেছে।
খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সন্ধ্য ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় করিম স্পিনিং মিলের আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা প্রায় আড়ই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।