গুলশানে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

ধলাই ডেস্ক: গুলশান ১ থেকে ২ নম্বর যেতে রাস্তার মিডিয়ানে রেঁনেসা হোটেলের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, অনেকেই নিজেকে ক্ষমতাবান মনে করেন, যা খুশি তাই করেন, আইন মানেন না, তোয়াক্কা করেন না। কিন্তু মনে রাখতে হবে সরকারের ওপরে ক্ষমতাবান কেউ নেই।

তিনি আরও বলেন, হুট করে যে কেউ এসে রাস্তার মিডিয়ান, ফুটপাত, লাইটপোস্টে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগাবেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ নেবেন, যা খুশি তাই করবেন- এভাবে চলতে পারে না। সিটি কর্পোরেশনের অনুমতি নেয়ার বিধান আছে, সেগুলো মেনে চলতে হবে। আইন মানার মানসিকতা গড়ে তুলতে হবে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আইন অমান্যকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে, আইন মানতে হবে। আমরা আজ এসব অবৈধ বিলবোর্ড অপসারণ করেছি, এরপর থেকে আইনানুগ ব্যবস্থা নেব।

পরে মেয়র মহানগর প্রজেক্ট ও বনশ্রীতে ডিএনসিসির উন্নয়ন কাজের ফলে বায়ু দূষণ হচ্ছে কিনা তা পরিদর্শন করেন।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার সাইদ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর মঞ্জুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।