ফাইল ছবি
ধলাই ডেস্ক: যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় চালককে গলা কেটে খুনের পর অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ নভেম্বর) গভীর রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত অটোরিকশাচালক যশোর সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে আব্দুল্লাহ।
নিহত ব্যক্তির ভাই শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘুরুলিয়া মাঠে এসে আব্দুল্লাহর গলাকাটা মরদেহ শনাক্ত করা হয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, আবদুল্লাহ অটোরিকশায় যাত্রী নিয়ে ঘুরুলিয়া থেকে শহরে যাতায়াত করেন। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে যাত্রী নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা তাকে খুন করে অটোরিকশা নিয়ে গেছে।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

