জুতায় লুকিয়ে ছিল সাপ, দংশনে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: নানাবাড়ি গিয়ে রাতে বাইরে বেড়ানোর ইচ্ছা জাগে স্কুলছাত্র মো. জিদানের। এতে ঘরে রাখা জুতা পরতে যায় সে। কিন্তু জুতার ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। সেই দংশনে নিভে গেছে জিদানের প্রাণ।

শুক্রবার ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ১৪ বছরের জিদান ঢাকার নবাবগঞ্জের তেলেঙ্গা গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে। সে কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভাতিজার মৃত্যুর খবর নিশ্চিত করে জিদানের চাচা মো. ফারুক জানান, জিদান পরিবারের সঙ্গে তার নানাবাড়ি পাড়াগ্রাম মধুপুরে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে বের হওয়ার জন্য জুতা পরতে যায় জিদান। তখন জুতার ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। এতে দ্রুত স্থানীয় ওঝাকে ডেকে ঝাড়-ফুঁক করানো হয়। এক পর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার জিদান মারা যায়।