টিকাটুলিতে অবৈধ বিস্ফোরক পণ্যের মজুত : র‌্যাবের অভিযান

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানীর টিকাটুলিতে অভিসার সিনেমা হলের কাছে আবাসিক এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরকজাতীয় পণ্য মজুতের অভিযোগে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহযোগিতায় র‌্যাব-৩ এর একটি দল সেখানে অভিযান শুরু করেছে।

তিনি বলেন, আইসোপ্রোফাইল অ্যালকোহল, ইথানল, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ ঝুঁকিপূর্ণ বিস্ফোরণ পণ্য মজুত করা হয়েছে। কিন্তু এসব মজুতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স তাদের নেই। ঝুঁকিপূর্ণ এসব বিস্ফোরণ পণ্য মজুতে যে ধরনের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক সে ধরনের ব্যবস্থাও দেখা যায়নি।

আবাসিক ভবনে এ ধরনের বিস্ফোরক পণ্যের অবৈধ মজুত থেকে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। চার-পাঁচটি প্রতিষ্ঠান এ মজুতে জড়িত। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারে আবাসিক ভবনে অবৈধভাবে রাখা কেমিক্যাল বিস্ফোরণে ৭৮ জন নিহত হন। এ ঘটনার পর বেশ কয়েক দিন কেমিক্যাল গুদাম সরাতে অভিযান চালায় বিভিন্ন সংস্থা।

সূত্র: জাগো নিউজ…