কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকে সামনে রেখে চুরি ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলায় পুলিশের বিশেষ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার জেলাকে ডাকাতিমুক্ত রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে সোমবার দিবাগত রাত ১২টায় উপজেলার সকল বিট পুলিশিং এলাকায় একযোগে রাত্রিকালীন পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমানের সঞ্চালনায় ভানুগাছ বাজার চৌমুহনায় বিভিন্ন শ্রেণী পেসার মানুষের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা, কাউন্সিলর মো. আনোয়ার হোসেন গোলম মুগ্নি মুহিত, এসআই অনিক বড়ুয়া, এ এস আই সুশেন দাশ, ভানুগাছ বাজার পৌরবণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, সহসভাপতি কাজ্বী মো. মামুনুর রশিদ, ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্রো, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাকের আলী সজিব প্রমুখ।