ঢাকা মাতিয়ে জামাল ভূঁইয়ারা এখন কলকাতায়

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

খেলা ডেস্ক: ভুটানকে পরপর দুই ম্যাচ হারিয়ে আত্মবিশ্বাসের যে জ্বালানি পেয়েছিলেন ফুটবলাররা, সেই জ্বালানি দিয়েই তো কাতারকে প্রায় পুড়িয়ে দিয়েছিলেন। আর কাতারের বিরুদ্ধে দুর্দান্ত খেলার পর আত্মবিশ্বাসে যে জ্বালানি পেয়েছেন ফুটবলাররা তা দিয়ে নিশ্চয় আলো জ্বালাবেন কলকাতায়।

হ্যাঁ, বাংলাদেশের পরের মিশন কলকাতা। ঢাকার মাঠ মাতিয়ে ইতিমধ্যেই জামাল ভূঁইয়ারা চলে গেছেন পশ্চিমবঙ্গের এই শহরে। দুপুর সোয়া ১টার দিকে কলকাতা পৌঁছেছে বাংলাদেশ দল। যেখানে ফুটবলে যুদ্ধ হবে বাঙ্গালি-বাঙ্গালিতে।

আগামী ১৫ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচগুলো নিয়ে প্রত্যাশা বাংলাদেশ কোচের সেই ম্যাচগুলোর অন্যতম এটি। ঢাকা মাতিয়ে কলকাতায় যাওয়া জামাল ভূঁইয়াদের দিকে তাকিয়ে সবাই।